কম মূলধনে অধিক ফলন, মরিচ চাষে ঝুঁকছেন খুরুশকুলের পেচাঁরঘোনার কৃষাণীরা

0
387

খুরুশকুল পেচারঁঘোনার একটু পশ্চিমে গেলেই দেখা যায় সবুজের সমারোহ। মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরণের ফসলের খুনসুটি। আমদের দেশে কৃষক বললে সাধারণত মাথায় আসে পুরুষের কথা কিন্তু পেচারঁঘোনার কৃষকদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। সে এলাকায় অধিকাংশ নারীরা বিভিন্ন রকম সবজি চাষ করে সংসারের হাল ধরেছেন। বিভিন্ন রকম সবজির মধ্যে রয়েছে যেমন- টমেটো, মরিচ, ঢ়েডস, ভুট্টা, এছাড়াও উৎপাদন করে থাকেন পাট শাক, কলমি শাক, লাল শাক ইত্যাদি।
তবে মরিচ চাষে বেশি ঝুকেঁছেন সেখানকার নারীরা কেননা, মরিচ চাষের ক্ষেত্রে কম মুলধনে অধিক ফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন পেচারঁঘোনার কৃষাণীরা।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here