‘বিশ্ব শুনুক কন্ঠ তোমার’ এই শ্লোগানে চরফ্যাসনে রেডিও মেঘনার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
469

ভোলার চরফ্যাসনে ‘বিশ্ব শুনুক কন্ঠ তোমার’ এই শ্লোগানে উপকূলের কণ্ঠস্বর ৯৯.০ এফএম রেডিও মেঘনার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার সপ্তম বছরে পর্দাপন করলো রেডিও মেঘনা। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি রেডিও মেঘনার যাত্রা শুরু হয় ভোলার চরফ্যাশনে।আজ বেলা ১২টায় চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় উপদেষ্টা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার। বক্তারা বলেন, উপকূলীয় এলাকা চরফ্যাসনের মানুষের মাঝে যেভাবে রেডিও মেঘনা’ শিক্ষা-স্বাস্থ্য, জেলে, কৃষক, কিশোর-কিশোরী, বাল্য বিয়ে, বিশেষ করে দুর্যোগ ও করোনাকালী সময়ে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সাফল্যের এই অগ্রযাত্রায় চরফ্যাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং রেডিও মেঘনার সকল কলাকুশলিকে অভিনন্দন জানাচ্ছি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক, সহকারি ভূমি কমিশনার রিপন বিশ্বাস, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, রেডিও মেঘনার উদ্যোক্তা সংস্থা কোস্ট ট্রাস্ট এর সোশ্যাল মিডিয়া যুগ্ম পরিচালক মোঃ বরকত উল্লাহ মারুফ, ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগম, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামি, সাংবাদিক আমির হোসেন, আমিনুল ইসলাম, সোয়েব চৌধুরি ও রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি, মৌসুমীসহ রেডিও মেঘনার কর্মীবৃন্দ।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here