“মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে রাখা জরুরী, আর ৫-১০বছর পর কোন মুক্তিযোদ্ধা খুজে পাওয়া যাবে না” মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন

0
709

৭ই মার্চ এর জনসমুদ্রে ঢেউ তোলা জাতির জনকের সেই বজ্রকন্ঠের ডাকে যে যুদ্ধ শুর হয়েছিল সেই মুক্তিযুদ্ধ আমাদের দেশ ও জাতির জন্যে এক গৌরবের ইতিহাস। সারা পৃথিবীর কাছে নিজেদের অস্তিত্ব প্রমাণের এক দুঃসাহসী গল্প। কিন্তু জগতের কোন প্রাপ্তি যেমন এমনি এমনি হয়না, তেমনি বাঙালি জাতির এই প্রাণের স্বাধীনতাও লড়াই এবং আত্মত্যাগ ছাড়া আসেনি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ প্রাণ ও ২ লক্ষ মা-বোন এর সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।
স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিজয়ের সূর্য ছিনিয়ে আনতে লড়াই করেছেন অসংখ্য মুক্তিযোদ্ধা, যাদের মধ্যে নারীরাও ছিলেন। তাঁদের অনেকেই শহীদ হয়েছিলেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছিলেন। যাঁরা বেঁচে ফিরতে পেরেছিলেন তাঁরা সারা জীবন হৃদয়ে বয়ে বেড়িয়েছেন যুদ্ধের ক্ষতচিহ্ন । বাঙালী জাতির মুক্তির সংগ্রামের অমর মহাকাব্য, যার পরতে পরতে জড়িয়ে আছে অসংখ্য কষ্টের আর গৌরবের গল্প।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here