সম্প্রীতি বৃদ্ধিতে উখিয়া ক্যাম্পে শ্রোতাক্লাব

0
319

রেডিও সৈকতের নিয়মিত শ্রোতাক্লাব গঠনের জন্য রেডিও সৈকত উখিয়া উপজেলায় কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ নাম্বার,  কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীদের নিয়ে একটি শ্রোতাক্লাব করা হয়,  ক্লাবের সদস্য সংখ্যা ১৭ জন। উখিয়াস্থ সকল ক্লাবে রেডিও সৈকত ন্যারোকাস্টিং এর মাধ্যমে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। রেডিও সৈকত জানায়, কিভাবে একে অপরের পাশে থেকে সামাজিক সংহতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় সেই সর্ম্পকে। তাদেরকে রেডিও সৈকতের রোহিঙ্গা বিষয়ক নাটিকা, সামাজিক সম্প্রীতি বিষয়ক ম্যাগাজিন ন্যারোকাস্টিং এর মাধ্যমে শুনানো হয়। রোহিঙ্গাদের সাথে কথা বলার সময় এক পর্যায়ে রোহিঙ্গারা বলেন, তারা ক্যাম্পে স্থানীয়দের সাথে একসাথে বসবাস করে । রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানীয় জনগোষ্ঠীর প্রতি ধন্যবাদ জানান। আগামীতে রেডিও সৈকত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্প্রীতির বন্ধনের আবদ্ধ করার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেডিও সৈকতের।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here