প্লাটিলেট নিয়ে জনমনে একধরনের আশঙ্কা থাকে, প্লাটিলেট কোনো আশঙ্কার জিনিস নয়।

0
224

ডা: আশিকুর রহমান
আরএমও কক্সবাজার সদর হাসপাতাল, কক্সবাজার।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা: আশিকুর রহমান বলেন প্লাটিলেট নিয়ে জনমনে একধরনের আশঙ্কা থাকে। প্লাটিলেট কোনো আশঙ্কার জিনিস নয়। রোগিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিলেই এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
তিনি বলেন, আতঙ্কিত না হয়ে জনসচেতনতা তৈরী করাটাই আসলে মুখ্য।
এছাড়া তিনি আরও বলেন, কক্সবাজারবাসী জ¦রে আক্রান্ত হলে অথবা ডেঙ্গুর টেস্টে পজিটিভ আসলে অথবা ডেঙ্গুর লক্ষণ থাকলে বাড়িতে বসেই জরুরী বিভাগের হটলাইন নাম্বার বা টেলি মেডিসিনের হটলাইন নাম্বারে ফোন দিয়ে তড়িৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারে।
হটলাইন নম্বরটি হলো: ০১৭৩০-৩২৪৭৭০

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here