অনেক সেইল কর্মীর অনুপ্রেরণা এখন শাহিনুর

0
671

সাধারন মানুষের অসাধারন হয়ে ওঠার পথের বাঁকে থাকে ছোট ছোট অনেক গল্প। যে গল্প বিশ্বাসের, যে গল্প পরিশ্রমের, যে গল্প ধৈর্য্য ধারনের, যে গল্প সাহসীকতার। ঘুরে দাড়াঁনোর স্বপ্ন নিয়ে শুরু হয় পথচলা। নানা বাঁধা আসে চলার পথে। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা থেমে গিয়েও পথের শেষ দেখতে এগিয়ে যায়। তেমনিই একজন অনুজা হলেন শাহিনুর আক্তার।তিনি কক্সবাজার জেলার খুরুশ কুল ইউনিয়নের বাসিন্দা। যেখানে সহজ সরল বেড়ে ওঠা। যদিও সে স্বপ্নের পিছু ছুটে মাঝপথে স্বপ্নটাকে হারিয়ে ফেলেছেন। অসচ্ছল সংসার হলেও হাল ছাড়েননি। পরিশ্রম, নিষ্ঠা, সততা আর মেধাকে পুঁজি করে পা বাড়িয়েছেন তিনি।উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তিনি বলেন,মাত্র ২০,০০০/- হাজার টাকা নিয়ে তিনি শুরু করেন সেলাই কাজ।এই সেলাই কাজ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।বর্তমানে তিনি অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ কওে দিয়েছেন। তাইতো শ‚ন্য হাতে শুরু করে এখন সফল উদ্যোক্তা। এভাবেই উদ্যোক্তা হওয়ার পেছনে দিনের পর দিন, রোদ বৃষ্টিকে মাথা নিয়ে বছরের পর বছর পার করেছেন কতশত (অনুজা/অনুজ)।এই এগিয়ে চলাই আজ তাকে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা অদম্য একজন (নারী/পুরুষ) হিসেবে দাঁড় করিয়েছে এই সমাজে।পিছিয়ে থাকার সময় অনেক আগেই শেষ হয়েছে। সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত, নির্যাতিত নারীদের নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করতে চান তিনি। তাদের স্বাবলম্বী করতে চান। আর এই উদ্দেশ্য নিয়েই এই পথচলা অব্যাহত থাকবে বলে এই প্রত্যাশা রেডিও সৈকতের।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here