কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোপা সেন বলেন, পেশায় একজন শিক্ষক হলেও আমি একজন মা । আমার নিজেরেও সন্তান রয়েছে। স্কুলের ১২০০ জন শিক্ষার্থী রয়েছে সবাই আমার সন্তান। তিনি বলেন, শিশুদের যদি না বুঝিয়ে বার বার বিভিন্ন কিছু নিষেধ করা হয় তাহলে তা তাদের মনে আঘাত আনে। খেলার ছলে আনন্দের সাথে মা-বাবার শিশুকে বুঝাতে হবে যাতে তাদের আত্মবিশ্বাস বাড়ে। আমরা এমন কোন কাজ করবনা যা তাদের মনের উপর কোন খারাপ প্রভাব ফেলে।
আমরা তাদের উপর এমন কোন চাপ সৃষ্টি করবনা যার কারনে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের স্নেহ দিয়ে, আদর্শিক শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক শিশুর সাথে অন্য শিশুর তুলনা দিবনা যাতে তারা আনন্দ থেকে উচ্ছাস থেকে পিছিঁয়ে পড়ে সেই সাথে শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য উৎসাহ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে।
প্রতিটি শিশুর জীবন হোক আনন্দময় এবং শিশুরা আত্মবিশ্বাসের সাথে বেড়ে ওঠুক এই প্রত্যাশা রেডিও সৈকতের।