মুজিব বর্ষ উপলক্ষ্যে চরফ্যাসনে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
560

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী’ মুজিব বর্ষ” উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ন্থায়ী কমিটি মাননীয় সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে আজ (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় চরফ্যাসন শেখ রাসেল মিনি স্টোডিয়াম মাঠে আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এতে মোট আটটি কলেজ ও আটটি ইউনিয়নের খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোঃ মাকসুদ করিম, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার। এছাড়াও চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিবেদনে মৌসুমী মনীষা।রেডিও মেঘনা-চরফ্যাসন।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here